 |
| Mustafizur Rahman |
রংপুর সিটি করপোরেশন (রসিক) উৎসব ভোটে জয় হল জাতীয় পার্টি প্রার্থী মোস্তফিজার রহমান মোস্তফার। এই প্রথম দলীয় প্রতীকের ভোটে সদ্য বিদায়ী মায়া ও আওয়ামী লীগ প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে জয়ী ছিনিয়ে আনেন জাতীয় পার্টি প্রার্থী।
প্রাথমিক ফলাফলে ১৯৩ টি কেন্দ্র ১৩৩ টি কেন্দ্রে মোস্তফা পান ১,১৭,৫৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রংপুর সিটি করপোরেশন (রসিক) সাবেক মেয়র সরফুদ্দিন আহম্মেদ ঝংটু পান ৪৫,১৩৩ ভোট। বিএনপি প্রার্থী কাওছার জামান বাবলা ২৫ হাজার ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। নির্বাচনের মোট সাতজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করা।
জাতীয় পার্টির নেতাকর্মীরা মনে করেন, কেবল রংপুরে নয়, সারা দেশে লাঙ্গল ঝড় বই আগামী নির্বাচনে সামনে রেখে জয়ের এই ধারা শুরু হবে রংপুর দিয়েই তারা বলছেন, আগামী একাদশে জাতীয় সংসদ নির্বাচনেও দেশবাসীরা লাঙ্গল বিজয় দেখতে পাবেন।
রংপুর কর্তৃক এর আগে সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ শেষ হয় শুরু হয় ভোটার গণনা। নির্বাচন বিশ্লেষক প্রাথমিক ধারণা, প্রায় ৭০ শতাংশ ভোটার তাদের ভোটাধারণ প্রয়োগ করেছেন।
মোট ভোটার 3 লাখ ৯৩ হাজার ৯৯৪ জন অর্থাত প্রায় ২ লাখ ৭০ হাজার ভোটার ভোট দিয়েছে। সকাল থেকে শান্তিপূর্ণ ও বিতর্কিত ভোট গ্রহণ শুরু হয়। বিকালে ভোট গণনার শুরু থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্র থেকে লাঙ্গল প্রতীকের সাথে অংশ নিতে মস্তফিজার রহমানের জয়ের খবর আসে।
Post a Comment