| Mirza Fakhrul Islam Alamgir |
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
তিনি বলেন, 'সব মিলিয়ে রংপুর সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে। কিন্তু এই নির্বাচন কমিশনের ওপর আস্থা আনার মত কিছু ঘটেছে বলে বিএনপি মনে করে না। '
শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও কালীবাড়ি নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা শেষে এই কথা বলে মির্জা ফখরুল।
তিনি বলেন, 'নির্বাচন কমিশন পূর্ববর্তী সকল নির্বাচনের মতানুযায়ী মৌলিক নির্বাচন। তারা বিএনপি বা বিরোধী দলের নিরপেক্ষ নির্বাচনের জন্য আস্থা আনার মত কোন কাজ করতে পারেনি। বরং নির্বাচন কমিশন ইভিএম এর ব্যবহার সহ কিছু প্রশ্নবিদ্ধ কাজ করেছেন এ নির্বাচন তাই এ নির্বাচন কমিশন আমাদের কোন বিশ্বাস নেই। '
মির্জা ফখরুল আরও বলেন, 'এ নির্বাচন কমিশন যখন সম্পূর্ণ নিরপেক্ষ থেকে কাজ করে এবং সকলের জন্য সমান সুযোগ এবং পরিবেশ তৈরি তখন আর এই অস্থার সংকট থাকবে না। তবে নির্বাচন কমিশনের কর্মকাণ্ডে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো বিতর্কিত করে তুলছে। '
তিনি বলেন, 'জোটের উদ্যোগ আমরা সবসময় গ্রহণ করছি আমরা সকলকে একত্রিত করতে আহ্বান জানাচ্ছি এবং নতুন একটি জোট তৈরি হয়েছে। '
বিএনপি মহাসচিব বলেন, জামায়াতের সঙ্গে জোট ভেঙে যাবে না, 'নির্বাচনের জন্য না আন্দোলন জামায়াতের সঙ্গে আমাদের একক সরকার ও তাদের দলীয় লোকেদের জোটে একটি বিভ্রান্তি সৃষ্টি করে জোটকে ক্ষতিগ্রস্থ করা। '
তিনি এ বিষয়ে সবাইকে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন
নির্বাচন সম্পর্কে বিএনপি মহাসচিব আরো বলেন, 'নিরপেক্ষ নির্বাচন কমিশন এবং নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড না হলে আবার ২০১৪ এর মত জোর করে নির্বাচন করা হবে। জোর করে নির্বাচনী চাপা দিলে জনগণ সে নির্বাচন মেনে নিতে পারবে না রাজনৈতিক সংকট নিরসনও না বরং এটা ক্ষমতায়নের জন্য বড় বিপদ কারণ হতে হবে। '
তাই রাজনৈতিক সংকট সমাধানের তিনি সব রাজনৈতিক দলকে আলোচনার মাধ্যমে সমাধান পথ খোঁজার আহ্বান জানান।
এ সময় সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপি নেতা শরিফুল ইসলাম শরীফ, পৌর বিএনপির উপ-সম্পাদক মো। সামসুজ্জোহাছ স্থানীয় স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

إرسال تعليق